‘ই-লার্নিং প্রক্রিয়াকে টেকসই করতে মানসম্মত কনটেন্ট প্রস্তুত করতে হবে’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, 'ই-লার্নিং প্রক্রিয়াকে টেকসই করতে মানসম্মত কনটেন্ট প্রস্তুত করতে হবে।' বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়িত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ)-এর আওতায় মাধ্যমিক পর্যায়ে শিখন ও শেখানো কার্যক্রমে ই-লার্নিং এর ব্যবস্থা বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'ই-লার্নিং পদ্ধতি চালু করতে গেলে আমাদের দেখতে হবে তা আমাদের দেশের জন্য উপযোগী বা টেকসই কিনা এবং আর্থিকভাবে কতটা সাশ্রয়ী।'
তিনি আরও বলেন, 'আমরা অনেক টাকা খরচ করে কোন সিস্টেম চালু করলাম কিন্তু কিছু দিন পর তা আর কাজ করল না। তাহলে হবেনা। আগে আমাদের দেখতে হবে কত কম খরচে কিভাবে ভাল সার্ভিস পাওয়া যায়।'
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল-হকের সভাপতিত্বে এই গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।