• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর হাসান আলী ও মাতৃপীঠ স্কুলের ১০ শিক্ষককে স্ট্যান্ড রিলিজ

প্রকাশ:  ২২ মে ২০১৯, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের বিখ্যাত দুটি স্কুল হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এর মধ্যে হাসান আলী হাইস্কুলের ৫ জন ও মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ স্ট্যান্ড রিলিজ করা হয়। গত ২০ মে একই পত্রে ওই ১০ জন শিক্ষককে স্ট্যান্ড রিলিজ সংক্রান্ত চিঠি বিদ্যালয় দুটিতে পাঠানো হয়।
শিক্ষক ১০ জন হচ্ছেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের হাফিজ মোঃ মাহবুব ওয়ালী খান, মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, আবুল কাশেম মোঃ আশরাফ উল্লাহ, মোঃ মনছুর আহমেদ চৌধুরী ও মোঃ আতিক উল্লাহ এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল-আমিন, ইস্কান্দর মির্জা ও মোঃ আঃ রহিম। এদেরকে নেত্রকোনা, মাগুরা, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইল ও পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে।
এদিকে কী কারণে একসাথে এতো সংখ্যক শিক্ষককে স্ট্যান্ড রিলিজ করা হলো তা কোনো মহল থেকেই জানা যায়নি। এমনকি বিদ্যালয় দুটির প্রধান শিক্ষকও এর কোনো কারণ বলতে পারেননি। তারা শুধু অধিদপ্তরের চিঠি পেয়েছেন এতোটুকুই জানেন।
উল্লেখ্য, এ প্রথম চাঁদপুরে এতো সংখ্যক শিক্ষককে একসাথে স্ট্যান্ড রিলিজ করার ঘটনা।