পান-সিগারেট-গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা
প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ২০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শিক্ষকরা পান, সিগারেট, তামাক ও গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়, সারা দেশে মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকরা সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মাউশি’র পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, এক শ্রেণির শিক্ষক সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যান। এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে একধরনের বিরক্তি তৈরি হয় এবং মনোসংযোগের বিঘ্ন ঘটে।এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।