• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাঁসা ফাযিল মাদ্রাসার ইবতেদায়ীতে অসাধারণ সাফল্য

প্রকাশ:  ২১ এপ্রিল ২০১৯, ১৮:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাঁসা ফাযিল মাদ্রাসায় ২০১৮ সালের ইবতেদায়ী পরীক্ষায় শতভাগ পাসের রেকর্ড অর্জনের পাশাপাশি বৃত্তিপ্রাপ্তির ক্ষেত্রে অনন্য রেকর্ড করেছে।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অলি উদ্দিন জানান, ২০১৮ সালের ইবতেদায়ী শ্রেণিতে অংশ নেয়া ৪৪ জনের মধ্যে ৪৪ জনই পাস করেছে। এছাড়া ট্যালেন্টপুলে ১জন ও সাধারণ গ্রেডে ৮জন বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলো ট্যালেন্টপুলে মিনহাজ খান; সাধারণ গ্রেডে : রায়হান মাহমুদ, শিহাব উদ্দিন, আল-আমিন, মোঃ হাসান, মোঃ সাইফুল ইসলাম সিয়াম, নেছার উদ্দিন সাফি, মোঃ ফয়সাল হোসাইন ও মহিউদ্দিন হাসান। ইবতোদায়ী শাখার প্রধান মোঃ সৈয়দ আহম্মদ জানান, প্রতিষ্ঠানটি গত কয়েক বছরে শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে। আগামীতেও তারা এ সাফল্য অব্যাহত রাখতে চায়।