• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জালাল উদ্দীন চৌধুরী কচুয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০১৯, ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দীন চৌধুরী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শাহ মোঃ জালাল উদ্দীন চৌধুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করে।
শাহ মোঃ জালাল উদ্দীন চৌধুরী ১৯৮৭ সালে হাজীগঞ্জ উপজেলার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে যোগদানের মাধ্যমে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। তিনি ১ এপ্রিল ২০১২ সালে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় হতে বাংলায় ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চাঁদপুর সদরের মৈশাদী গ্রামে তাঁর জন্ম।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, শিক্ষক হিসেবে আমি জীবনের শেষদিন পর্যন্ত শিক্ষার্থী ও সুধীজনের মাঝে বেঁচে থাকতে চাই। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।