• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষামেলা সমাপ্ত

আগামীতে এই শিক্ষামেলার আয়োজন আরো সমৃদ্ধ করতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল হাসান

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ১৪:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘প্রাথমিক শিক্ষা দীপ্তি উন্নয়ন জীবনের ভিত্তি’ এ স্লোগানকে নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপী শিক্ষামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার এই শিক্ষামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    সমাপনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিনের সভাপ্রধানে ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফি বন্যার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল হাসান। তিনি বলেন, আমরা প্রতি বছরের মতো এ বছরও ২ দিন ব্যাপী শিক্ষামেলা করেছি। সত্যি এই শিক্ষামেলা আমাকে মুগ্ধ করেছে। মেলায় চাঁদপুর জেলার ৮টি উপজেলার স্টলে শিক্ষা উপকরণ প্রদর্শন করা হয়েছে। আমাদের সময় এতো শিক্ষা উপকরণ ছিলো না। আমরা এতো কিছু নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারেনি। তিনি বলেন, শিক্ষার্থীদের আমরা যদি সঠিকভাবে শিক্ষা প্রদান করতে পারি তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা জীবনের শুরু থেকে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। আগামীতে এই শিক্ষামেলার আয়োজন আরও বেশি সমৃদ্ধ করতে হবে।
    উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর বুলবুলসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ৫০নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। এর মধ্যে উল্লেখ্যযোগ্য শিল্পীরা হলেন সীমা মজুমদার, ডানা দেবনাথ, ফাল্গুন মজুমদার মম, রুম্পা রহমান, নাছির খান, জাহিদ নয়ন, নাজমুল সুমন, মাহফুজুর রহমান, ফাতেমাতুজ্জোহরা, খোকন মজুমদার, আসিফ ওমরসহ আরও শিক্ষকগণ। শিক্ষামেলায় অংশগ্রহণকারী ৮টি উপজেলা স্টলের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অর্জন করে চাঁদপুর সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। দ্বিতীয় স্থান অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। তৃতীয় স্থান অর্জন করেছে মতলব দক্ষিণ উপজেলা ও হাইমচর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

 

সর্বাধিক পঠিত