পুরাণবাজার রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া
চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শিশুদের খুব ভালোবাসতেন। মানব-দরদী ছিলেন, নিজের বই গরিব ছাত্রদের মাঝে বিলিয়ে দিতেন। আজকে সেই মহান নেতার ৯৯তম জন্মবার্ষিকী। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করা হবে। তিনি ১৭ মার্চ রোববার বেলা সাড়ে ১১টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পেছনের মাঠে রিভারসাইড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
রিভারসাইড কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মাহবুবুর রহমান মানিকের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক সিঁদুর ভৌমিক তন্নির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ, পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ রফিকুল্লাহ, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বাশার মিলন।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ক্রীড়া পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোপাল চন্দ্র সাহা, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং পরিচালক একে আজাদ আখন্দ।
ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের সম্মানে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। বিপুল সংখ্যক অভিভাবক, সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠান উপভোগ করেন।