• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্রধান শিক্ষক বহিষ্কার

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ০৮:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া উপজেলার আনম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই বিদ্যালয়ের কম্পিউটার, প্রজেক্টর, দাতা সদস্য থেকে প্রাপ্ত অর্থ ও বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ বাবদ প্রাপ্ত অর্থ আত্মসাতের অভিযোগে পরিচালনা পর্ষদ তাকে সাময়িক বহিষ্কার করে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডঃ আবু ইউসুফ স্বাক্ষরিত প্রধান শিক্ষিকাকে প্রেরিত সাময়িক বরখাস্তপত্রে (স্মারক নং ২০১৯/০১, তারিখ ০৭/০৩/২০১৯) উল্লেখ করা হয়, গত ৭ মার্চ পরিচালনা পর্ষদের অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষকের দাখিলকৃত জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত তাকে বিদ্যালয়ের চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। ৯ মার্চ থেকে এ সাময়িক বরখাস্ত কার্যকর হবে। একই দিন থেকে বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান শিক্ষক শামীমা আক্তার তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, কতিপয় শিক্ষকের প্ররোচনায় পরিচালনা পর্ষদ পরিকল্পিতভাবে আমাকে বিদ্যালয় থেকে সরিয়ে দেয়ার জন্যে এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর বলেন, কয়েকদিন পূর্বে প্রধান শিক্ষক জানিয়েছেন যে, তার বিদ্যালয়ের কম্পিউটার চুরি হয়েছে। তাকে সাময়িকভাবে বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই।

 

সর্বাধিক পঠিত