• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ:  ০৮ মার্চ ২০১৯, ০১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের কদমতলাস্থ ৫নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকে ঐতিহাসিক ৭ মার্চে এ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের শিশুদের জাতির পিতা সম্পর্কে জানাতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে আজ একটি বিশেষ দিন। শিক্ষার পাশাপাশি খেলাধুলা আবশ্যক বিষয়, তাই তোমরা খেলাধুলা চালিয়ে যাবে। তোমরা বাবা-মার পাশাপাশি শিক্ষকদের সকল কথা মেনে চলবে, তাহলে তোমারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।
উদ্বোধকের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, এ স্কুলটির পরিবেশ অতীতের চেয়ে বর্তমানে অনেক সুন্দর হয়েছে। তোমাদের জন্যে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে, যা অনেক স্কুলের থাকে না। তোমরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিবে। তাতে তোমার শারীরিক ও মানসিক বিকাশ পরিপূর্ণ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিকা কর্মকর্তা নাজমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রণজিত কুমার বণিক, পৌর কাউন্সিলর ডিএম শাহজাহান, কাউন্সিলর আয়েশা আক্তার।
বিকেলে পুরস্কার বিতরণী পর্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও চাঁদপুর বিতর্ক একাডেমির অধ্যক্ষ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
বিকেলে পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তপন সরকার ও উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি পরেশ মালাকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম।
স্বরলিপি নাট্যদলের সভাপতি এমআর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক খান, ফৌজিয়া সুলতানা, রায়হান আক্তার, মাহফুজা আক্তার, মিতা রাণী দাস, নাদিয়া রহমান।

 

সর্বাধিক পঠিত