• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ২৩:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের ঐতিহ্যবাহী উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে উদয়ন শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আসলে ছোট ছোট সোনামনিদের প্রাণ চঞ্চলতা দেখে প্রাণ ভরে যায়। শিশুরা যাতে সুন্দর থাকে, তাদের মনের মধ্যে আনন্দ থাকে এ বিষয়ে দৃষ্টি দিতে হবে। উদয়ন শিশু বিদ্যালয়ের অনেক সাফল্য রয়েছে যার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এ প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত রয়েছে এ বিদ্যালয়টি পরিচালনার মাধ্যমে তারা প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। ভালো কাজের সাথে আমি আছি এবং থাকব। বিদ্যালয়ের উন্নয়নে আমি সহযোগিতা করবো বিদ্যালয়ে শান্তির বার্তা কামনা করি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপ্রধানে  এবং সদস্য গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, সদস্য সুভাষ চন্দ্র রায়।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নাজমুন নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহছানুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, বিদ্যালয় পরিচালন পর্ষদের সদস্য শংকর চন্দ্র দে, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিরীন আক্তার ও সকল শিক্ষকম-লী।

সর্বাধিক পঠিত