কলেজ পারফরমেন্স র্যাংকিং অ্যাওয়ার্ড পেলো চাঁদপুর সরকারি কলেজ
শিক্ষকদের শুধু চাকুরির মানসিকতা নয়, দায়িত্ব নিয়ে পাঠদান করতে হবে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
জাতীয়ভাবে কলেজ পারফরমেন্স র্যাংকিং অ্যাওয়ার্ড পেয়েছে চাঁদপুর সরকারি কলেজ। গতকাল শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির হাত থেকে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন এই র্যাংকিং অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন।
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী ৭১৮টি কলেজের মধ্যে জাতীয়ভিত্তিক স্কোরে ২০১৭ সালের ৫টি সেরা কলেজ, ১টি সেরা মহিলা কলেজ, ১টি সেরা সরকারি কলেজ ও ১টি সেরা বেসরকারি কলেজের নাম ঘোষণা করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। এছাড়া শিক্ষার মানোন্নয়নের প্রতি দৃষ্টি রেখে বিভিন্ন র্যাংকিংয়ে সেরা অঞ্চলভিত্তিক আরও ৬৮টি কলেজের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিটি কলেজকে অ্যাওয়ার্ড, সনদ ও চেক তুলে দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, জাতীয় বিশ^বিদ্যালয় সম্পর্কে আগে বলা হতো ‘এটা মাল টানা রেলগাড়ির মতো’। কিন্তু এখন এটি সম্পর্কে বলা হয় দ্রুতগামী আন্তঃনগর ট্রেন। বিশ^বিদ্যালয়টির এই যে অগ্রযাত্রা সেটি অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীন যেসব কলেজ আছে সেসব কলেজের শিক্ষার্থীরা যেন বিশ^বিদ্যালয় মানের শিক্ষা লাভ করতে পারে সে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রত্যেকটি বিভাগে জাতীয় বিশ^বিদ্যালয় ক্যাম্পাস করা যায় কি না সেটা নিয়েও পদক্ষেপ নেয়া যেতে পারে। এর ফলে শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় মানের শিক্ষা লাভ করতে পারবে। শিক্ষকদের শুধু চাকরির মানসিকতা নিয়ে পাঠদান করলে হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্ব নিয়ে পাঠদান করতে হবে। শুধু চাকরি হিসেবে কাজ করলে হবে না। বর্তমান সময় তথ্যপ্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সহায়তায়ও শিক্ষা দান করা যায়।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন বলেন, এ কলেজটি দীর্ঘদিন ধরে চাঁদপুরে মানসম্মত শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি কলেজটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রায় একদশক ধরে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এখনো করে যাচ্ছেন। যার কারণে কলেজটি মানসম্মত শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রমে ভালো করছে। ফলে চাঁদপুর সরকারি কলেজ জাতীয়ভাবে ‘কলেজ পারফরমেন্স র্যাংকিং অ্যাওয়ার্ড’ পেলো। আমরা এ প্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি কলেজের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। চাঁদপুর সরকারি কলেজ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আরো এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর সরকারি কলেজ ছাড়াও অ্যাওয়ার্ডপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগের অন্য কলেজগুলো হলো : সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ফেনী সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, হাটহাজারী কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম ও চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।