• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জবির সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

প্রকাশ:  ০২ মার্চ ২০১৯, ০৯:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

 

শুক্রবার (১ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সমাবর্তনের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও http://convocation.jnu.ac.bd এ ঠিকানায় বিস্তারিত উল্লেখ করে ও নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণকারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সমাবর্তন গ্রাউন শিক্ষার্থীদের ফেরত দিতে হবে না।

এবারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ও সান্ধ্যকালীন ডিগ্রিধারী সব শিক্ষার্থীরা যারা অন্তত একটি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন তারাই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির অনুমতি ও সময়সূচি অনুযায়ী সমাবর্তন আগামী নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

সর্বাধিক পঠিত