• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দি গ্রামার এডুকেশন হোম কোচিং সেন্টারে প্রশাসনের অভিযান

প্রকাশ:  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের বিপণীবাগ দি গ্রামার এডুকেশন হোম কোচিং সেন্টারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। গত বুধবার রাত ৮টায় বিপণীবাগ খান ভিলার তৃতীয় তলায় কোচিং সেন্টারে জেলা প্রশাসন এ অভিযান চালায়।
    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ইতিপূর্বে চাঁদপুরে বেশ কটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়েছে। তারই ধারাবাহিকতায় গত বুধবার অভিযান চালানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দেখেন কোচিং সেন্টারের প্রতিটি রুমে ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। কোচিং সেন্টারে মোট ৫ জন শিক্ষক ছাত্র-ছাত্রীদের পাঠদানে ব্যস্ত ছিলেন। পরে প্রতিষ্ঠানটির মালিক জুবায়ের ও তার সহধর্মিণীর মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় প্রশাসন।
    এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু আইন অমান্য করে এ কোচিং সেন্টারটি ছাত্র-ছাত্রীদের কোচিং করানোর অপরাধে আগামী ২ মার্চ পর্যন্ত সিলগালা করে দেয়া হয়। প্রতিষ্ঠানের মালিক আমাদের অঙ্গীকারনামা দিয়েছে, আর সরকারি নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠান চালাবে না। কোচিং সেন্টারের উপর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত