• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মাওঃ মান্নান শিক্ষক সমাজ ও মাদ্রাসা শিক্ষার জন্যে যে অবদান রেখেছেন তা ইতিহাস হয়ে থাকবে : ড. একেএম মাহবুবুর রহমান

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

    গতকাল ৬ ফেব্রুয়ারি বুধবার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসায় সাবেক ধর্ম ও ত্রাণমন্ত্রী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম মাওলানা এমএ মান্নান (রঃ)-এর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
    মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বলেন, মরহুম মাওলানা এমএ মান্নান (রঃ) শিক্ষক সমাজ ও মাদ্রাসা শিক্ষার প্রসারে যে অবদান রেখে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে।  আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম খান, প্রবীণ ওস্তাদ ক্বারী মাওলানা মাহবুবুর রহমান। আলোচকগণ তাঁদের আলোচনায় মরহুম মাওলানা এমএ মান্নান (রঃ)-এর শিক্ষা ও সমাজ সেবায় বিভিন্ন অবদান তুলে ধরেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাদরাসার ফকীহ, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা হেলাল উদ্দীন আল কাদেরী।

 

সর্বাধিক পঠিত