হাজীগঞ্জে যুবধারা আদর্শ একাডেমির যাত্রা শুরু
হাজীগঞ্জে যুবধারা আদর্শ একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার উপজেলার বাকিলা ইউনিয়নের জনতাবাজার এলাকায় এ বিদ্যালয়ের ক্যাম্পাসে অনাড়ম্বর অনুষ্ঠান আর খেলাধুলার মধ্য দিয়ে বিদ্যালয়ের উদ্বোধন করেন অর্ধ শতাধিক অতিথি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকিলা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক তপাদার, সাবেক ইউপি চেয়ারম্যান এম নাফের শাহ্ প্রমুখ। যুবধারার ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুলহাস মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও একাডেমি পরিচালনা পর্ষদের সভাপতি রকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
একাডেমির অধ্যক্ষ এমএম বজলুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান পাটওয়ারী, বাকিলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ অমল ধর, হুমায়ুন কবির স্বপন, সিরাজুল ইসলাম, দুলাল মাস্টার, সরোয়ার মজুমদার, শাহজাহান মাস্টার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বোরহান মিজি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, একাডেমি পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে একাডেমির ভর্তি ও শ্রেণি কার্যক্রম শুরু করা হয়।