• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দাখিল পরীক্ষায় চাঁদপুর সদর মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের দায়ে কেন্দ্র সচিব প্রত্যাহার

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরে দাখিল পরীক্ষা কেন্দ্র চাঁদপুর-১-এর সচিব নতুনবাজারস্থ আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল ৪ ফেব্রুয়ারি সোমবার সকালে এ কেন্দ্রে আরবি প্রথমপত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কেন্দ্র পরিদর্শনকালে বেশকিছু পরীক্ষার্থীর কাছ থেকে নকল (বইয়ের পাতা) উদ্ধার করেন এবং বিভিন্ন অনিয়ম দেখতে পান। তাই তিনি জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
    জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে ওই কেন্দ্রে (সদর কেন্দ্র-১) যান চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। তিনি কেন্দ্রের কয়েকটি কক্ষে অনিয়ম ও পরীক্ষার্থীদের নকল করার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে তিনি কেন্দ্র সচিবকে প্রত্যাহার করার জন্যে জেলা প্রশাসকের নিকট আবেদন করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, আমি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর শহরের টেকনিক্যাল গভর্নমেন্ট হাইস্কুল (চাঁদপুর-১ মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র) কেন্দ্র পরিদর্শনে যাই। কক্ষগুলো পরিদর্শন করে ব্যাপক অনিয়ম দেখতে পাই। পরবর্তীতে কেন্দ্র সচিবকে প্রত্যাহারের জন্যে জেলা প্রশাসক বরাবর আবেদন করি।
    চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান জানান, ঘটনাটি সত্য। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সচিব মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে কেন্দ্রের সহকারী সচিব ও সদর উপজেলার মনিহার দাখিল মাদ্রাসার সুপার নাজির আহম্মেদকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
    তিনি আরো বলেন, মাদ্রাসা কেন্দ্রে এ ধরনের অনিয়ম হবে এটা কেউ আশা করেনি। আমরা সবসময় মাদ্রাসার শিক্ষকসহ সকলের কাছে ভালো কিছু আশা করি।

 

সর্বাধিক পঠিত