• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এসএসসি পরীক্ষার দ্বিতীয়দিন : হাজীগঞ্জে ৪ কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রোববার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার দ্বিতীয়দিনে হাজীগঞ্জে ৪ কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং একই আদেশে উক্ত কেন্দ্রগুলোতে নতুন করে কেন্দ্র সচিব নিয়োগ দেয়া হয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০১৯ পরিচালনা সংক্রান্ত নীতিমালায় পরীক্ষা পরিচালনায় চরম অদক্ষতা, অনিয়ম ও দায়িত্ব অবহেলার কারণে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া এই আদেশ জারি করেন।
    অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্র সচিবরা হলেন : এসএসসি পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৩ বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের কেন্দ্র সচিব মোঃ আবু তাহের মজমুদার, পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৪ রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ শাহপরান, পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৬ রামপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ কবির হোসেন ও পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৭ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী।
    একই আদেশে এ কেন্দ্রগুলোতে কেন্দ্র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন (যথাক্রমে) : মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহ এমরান হোসেন মজুমদার ও সরোয়ার জাহান। আজ সোমবার থেকে তারা উল্লেখিত কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
    উল্লেখ্য, গত শনিবার এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা ১মপত্রের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার প্রশ্ন সিলেবাস অনুযায়ী যথাযথ পরীক্ষার্থীদের বিলি না করায় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬জন হল পর্যবেক্ষককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একইদিনে হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ২ জন হল পর্যবেক্ষককে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা  জানান, দায়িত্বে অবহেলার কারণে আজকে ৪জনকে অব্যাহতিসহ একই কেন্দ্রে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত