হাজীগঞ্জে এসএসসিতে ৮ শিক্ষকের সাজার খড়গ ॥ ২ কেন্দ্র সচিবকে শোকজ
হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবকে শোকজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতিসহ কেন্দ্র সচিবকে শোকজ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল শনিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২০১৮ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের সিলেবাসের পরীক্ষার্থীদের ২০১৯ সালের সিলেবাসের প্রশ্ন দেয়ার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রাতে মুঠোফোনে জানিয়েছেন ইউএনও বৈশাখী বড়–য়া। এছাড়া হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার ২ শিক্ষককে কেন্দ্র থেকে বদলি করে দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুনির্মল দেউড়ি আর রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে শোকজ করা হয়েছে।
অপরদিকে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের যে দুই রুমে শিক্ষকরা দায়িত্ব পালনে অবহেলা করেছেন শুধুমাত্র তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন-বাকিলা উচ্চ বিদ্যালয়ের দীপ্তি রানী সাহা, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রহল্লাদ চন্দ্র রায়, বিমল চন্দ্র দাস, সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আমেনা বেগম, জসিমউদ্দিন, রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মোঃ আবদুল্লাহ।
এছাড়া হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক মহসিন ও গণিত বিষয়ের শিক্ষক বদরুদ্দোজা কিরণকে শাস্তিমূলক বদলি হিসেবে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।