গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
চাঁদপুরের শহরের শতবর্ষী বিদ্যাপীঠ গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ জানুয়ারি বুধবার সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিনের সভাপ্রধানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১০ বছরে চাঁদপুরে যে উন্নয়ন হয়েছে তা বর্তমান শিক্ষামন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির হাত ধরেই হয়েছে। তিনি এ বছর শিক্ষামন্ত্রী হয়েছেন। আমরা আশা করি চাঁদপুরে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, ছাত্রদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। কারণ তারাই একদিন এদেশের নেতৃত্ব দিবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। একজন সুস্থ দেহের মানুষ পড়ালেখায় মনোযোগী হয়ে থাকে। তাই তোমাদের লেখাপড়া ও খেলাধুলায় চর্চা করতে হবে।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ও নাজির আহমেদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সাত্তার, আব্দুর রশিদ, মানিক লাল সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রাক্তন শিক্ষার্থী আমিনুল ইসলাম বাবুল, যুবলীগ নেতা আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস প্রমুখ।