• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক দোয়া ও বিদায় অনুষ্ঠান

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০১৯, ১১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ফয়েজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব এমএম নুরুল হক, আলহাজ্ব মনজুরা হক, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার, ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম খান। বার্ষিক বিদায় ও দোয়া অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন আলী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশিকাটি চাঁদখাঁর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহেদ হাসান কাশেম গাজী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন গাজী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক আঃ মান্নান, আবু ইউনুছ ভূঁইয়া, পারভিন আক্তার, হাসিনা আক্তার, আহসান মিজি, মোশারফ হোসেন মিয়া, জ্যোতিষ চন্দ্র, বিশ্বজিত চন্দ্র, জসিম উদ্দিন, মির্জা জাকির, চিত্তরঞ্জন দাস, দেলোয়ার হোসেন মুন্সী, মোঃ শরীফ হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ছাত্র/ছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী সাদিয়া আক্তার এবং বিদ্যলয়ের ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে মানপত্র পাঠ করেন সিদরাতুল মুনতাহা মিথী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মিজানুর রহমান।

 

সর্বাধিক পঠিত