• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফান্ডের জন্যে স্টার্টআপ আইডিয়া’ প্রতিযোগিতা

উদ্যোক্তা হওয়ার জন্যে অদম্য ইচ্ছা শক্তির প্রয়োজন : ড. মোঃ সবুর খান

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০১৯, ১০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে ‘ফান্ডের জন্য স্টার্টআপ আইডিয়া’ প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী নিজেদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন।
    প্রতিযোগিতার প্রথম পর্বে প্রধান অতিথি ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। এছাড়া বিচারক ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মনোয়ার কামাল, ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশীপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলী শাহরিয়ার, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ সবুর খান বলেন, উদ্যোক্তা হওয়ার জন্যে অদম্য ইচ্ছা শক্তির প্রয়োজন। ফান্ড সংগ্রহ করা কোনো বিষয় নয়। ভালো ব্যবসায়িক আইডিয়া কখনো ফান্ডের জন্য থেমে থাকে না। তিনি শিক্ষার্থীদেরকে স্টার্টআপ পরিকল্পনার আগে বাজার জরিপ, তথ্য সংগ্রহ, ঝুঁকির তালিকা, বিপণন কৌশল ইত্যাদি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন করতে আহ্বান জানান।
    তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, শুধু পরিকল্পনা করে বসে থাকলে চলবে না। কাজে নেমে পড়তে হবে। পথে নামলেই পথ চেনা যায়। নানা বাধা-বিপত্তি আসবে, সেসব উপেক্ষা করে এগিয়ে যাওয়াই উদ্যোক্তাদের কাজ।
    উল্লেখ্য, উদ্যোক্তা হতে আগ্রহী শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে ৫৬ জন শিক্ষার্থী তাদের আইডিয়া উপস্থাপনের সুযোগ পান।

 

সর্বাধিক পঠিত