• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় দু’দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল

জঙ্গিবাদ ও মাদকসেবী যাতে সৃষ্টি হতে না পারে সে ব্যাপারে নিয়মিত মাদ্রাসা ও মসজিদগুলোতে বয়ান করতে হবে : সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১২:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, আমি এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছি। এ প্রতিষ্ঠানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজ আমি সংসদ সদস্য হয়েছি আপনাদের দোয়া আর ভালবাসায়। তাই আমার প্রথম কাজ হচ্ছে এ সমাজকে মাদকমুক্ত করা। আমি সে কাজ করে যাচ্ছি। আমি আপনাদের লোক, আপনাদের কোনো কাজ থাকলে বলবেন। আপনাদের দোয়া থাকলে আমি ফরিদগঞ্জে কোনো দুর্নীতি হতে দেবো না। গত সোমবার রাতে ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে দু’দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথমদিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
    তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন পরহেজগার মানুষ, যা সারাবিশে^ খুব কম মানুষ রয়েছে। বর্তমানে তিনি নারীদের জন্যে যে সকল সুযোগ-সুবিধা করে দিয়েছেন তা কোনো সরকারের আমলে হয়নি। এ সময় তিনি আলেমদের উদ্দেশ্যে বলেন, আলেম-সমাজের কথা সাধারণ মানুষ গুরুত্ব দেয়। আপনাদেরকে এ সমাজে যাতে কোনোপ্রকার সন্ত্রাসী, জঙ্গিবাদ, চাঁদাবাজ ও মাদকসেবী সৃষ্টি হতে না পারে সে ব্যাপারে নিয়মিত মাদ্রাসা ও মসজিদগুলোতে বয়ান করতে হবে।
    মাহফিলে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান। মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর হযরত আল্লামা ড. মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী আল আযহারী। এছাড়া ওয়াজ করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা, মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী প্রমুখ। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছলে মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্ব এএমএম বাহাউদ্দিনের পক্ষ থেকে নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
    মাহফিলের দ্বিতীয়দিনে প্রধান ওয়ায়েজিন হিসেবে তাশরীফ আনেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কবি ও সাহিত্যিক দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা কবি রুহুল আমিন খান। এছাড়াও ওয়াজ করেন কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দেস হযরত আল্লামা শায়খুল হাদীস জসিম উদ্দিন আল আযহারী ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দেস হযরত মাওলানা মমিনুল ইসলাম খান। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিংবডির সদস্য সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক  আলহাজ্ব আবুল কাশেম কন্ট্রাক্টর ।
   

সর্বাধিক পঠিত