১৮ জানুয়ারি হাইমচর সরকারি বালক উবির সুবর্ণজয়ন্তী
হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান আগামী ১৮ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর)-এর সংসদ সদস্য ডাঃ দীপু মনি। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্যাপন করার জন্যে কাজের দায়িত্বভাগ করে বেশ কটি উপ-কমিটি গঠন করা হয়েছে। ওই উপ-কমিটির ৩ জন করে সদস্য নিয়ে একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এছাড়াও একটি উপদেষ্টা কমিটি রয়েছে। যার প্রধান হলেন এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আযহারুল ইসলাম বাচ্চু।
আহ্বায়ক হলেন প্রাক্তন ছাত্র, মুক্তিযোদ্ধা ও শিক্ষক সুনীল কৃষ্ণ মাঝি। যুগ্ম আহ্বায়কগণ হলেন মোঃ মহিউদ্দিন মোল্লা ও মোঃ রুহুল আমিন। প্রাক্তন ছাত্রদের মিলনমেলার এ পুরো অনুষ্ঠানটি বর্তমান হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বেশ কটি সভা করা হয়েছে। আহ্বায়ক প্রাক্তন ছাত্র ও শিক্ষক সুনীল কৃষ্ণ মাঝি এ তথ্য জানান। উপ-কমিটি কমিটিগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন, অভ্যর্থনা, অর্থ, সম্পাদনা, প্রকাশনা, প্রচার, মাঠ ও মঞ্চ, আপ্যায়ন, শান্তি-শৃংখলা, সাংস্কৃতিক ও ক্রয় কমিটি।
উল্লেখ্য, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যায়লটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সাল থেকে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে ৫০ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠাকালে বিদ্যালয়টির নাম ছিলো হাইমচর জুনিয়র হাইস্কুল। ১৯৭০ সালে এটি হাইস্কুলে ও সময়ের পরিক্রমায় বিদ্যালয়টি একসময় হাইমচর পাইলট হাইস্কুলে উন্নীত হয়। ১৯৮৭ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। যার নাম স্বয়ংক্রিয়ভাবে পাল্টে বর্তমানে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় নামকরণ হয়ে যায়। অনুষ্ঠানে এ বিদ্যাপীঠের ৪ শতাধিক প্রাক্তন ছাত্র ও আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।
৫০ বছরপূর্তির ‘সুবর্ণজয়ন্তী’ দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অনেকে রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, ব্যাংকার, লেখক, সাহিত্যিক, কৃষিবিদ, সেনা, নৌ, পুলিশ বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিল্পপতি ও ব্যবসায়ী, চিত্র, কণ্ঠশিল্পী প্রমুখ ব্যক্তিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হবে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ।