• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আমরা আর পিছিয়ে থাকবো না, মেধা বিকাশের মাধ্যম এগিয়ে যাবো : যুগ্ম সচিব নেছার আহমেদ

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০১৯, ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি রোববার হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নেছার আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা আর পিছিয়ে থাকবো না, মেধা বিকাশের মাধ্যমে এগিয়ে যাবো। আপনারা জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনারা স্ব স্ব বিদ্যালয়ের কোমলমতি শিশুদের মেধার বিকাশ ঘটাতে সচেষ্ট হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে থাকেন, সে জন্যে তাঁকে চাঁদপুরের প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি চাঁদপুরের গর্ব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও এগিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন ও আলীগঞ্জ পিটিআইর সুপারিনটেন্ডেন্ট মোঃ জয়নাল আবেদীন। আরো বক্তব্য রাখেন উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকি, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা প্রমুখ।
 

সর্বাধিক পঠিত