• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজী আবদুল আহাদ জনকল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা

২৮৬ স্কুল ও ২২টি দীনিয়া মাদ্রাসার অংশগ্রহণ

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত ১১ জানুয়ারি শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজী আবদুল আহাদ জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলাব্যাপী মাধ্যমিক ও দীনিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীর দুপুরের খাবার ও যাতায়াত ভাড়া প্রদান করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবদুল আহাদ।
    বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চাঁদপুর জেলার ২৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ছারছীনা পীর সাহেবের প্রতিষ্ঠিত বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের অধীনে চাঁদপুরের ২২টি দীনিয়া মাদ্রাসার ছাত্ররা। প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২ জন করে ছাত্র এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় ট্যালেন্টপুলে ২০জন ও হাইমচর উপজেলা ব্যতীত বাকি ৭টি উপজেলায় ৮জন করে ৫৬জন এবং হাইমচর উপজেলার ৪জনসহ মোট ৮০ জনকে নগদ টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। একইভাবে মাদ্রাসার ছাত্রদের জন্যও বৃত্তি থাকবে। এ ব্যাপারে প্রতিটি প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের নাম জানিয়ে চিঠি দেয়া হবে।
    পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আবদুল আহাদ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা ও ট্রাস্টের সদস্য মাওঃ বাকী বিল্লাহ।

 

সর্বাধিক পঠিত