• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পশ্চিম শ্রীরামদী হোছাইনিয়া নূরানী মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০১৯, ১৪:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী ডাঃ আব্দুল হাই আখন্দ বাড়ি প্রাঙ্গণে হোছাইনিয়া নূরানী মাদ্রাসা থেকে  ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৬ জন এবং এ প্রাপ্ত ৪ জনসহ অধ্যয়নরত ২১জন কৃতী ছাত্র-ছাত্রীকে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় পুরস্কার প্রদান করেছে।
    গতকাল ১২ জানুয়ারি শনিবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরস্কার বিতরণ শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা হারুনুর রশিদ।
    উল্লেখ্য, বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত এবং হযরত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহঃ) কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত অত্র প্রতিষ্ঠানে প্রায় ১শ’ ৩০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। ২০১৮ সালে সমাপনী পরীক্ষায় পাসের হার শতভাগ। এখানে বিভাগসমূহ হচ্ছে নূরানী শিশু নার্সারী, নূরানী ১ম শ্রেণী, তৃতীয় শ্রেণী-নাজেরা ও হিফ্জ বিভাগ।

সর্বাধিক পঠিত