মধুসূদন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ
চাঁদপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটাঃ সুভাষ চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার হচ্ছে শিক্ষাবান্ধব সরকার। বিশ^নন্দিত নেত্রী শেখ হাসিনা নতুন বছরের প্রথমদিনে ছোট ছোট সোনামনিদের হাতে বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা করেছেন। তাঁর আগে বিগত সরকারগুলোর সময় এমন বই উৎসব ছিলো না। নতুন বই পেয়ে মহাখুশি বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। নতুন বই বুকে চেপে উচ্ছ্বসিত শিশুরা বাড়ি ফিরছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারে আছেন বলেই। তিনি গতকাল ১ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়ে (মধুসূদন স্কুল) বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি দেশরতœ শেখ হাসিনার বিপুল বিজয়ে এবং চাঁদপুর সদর আসনে ডাঃ দীপু মনি পরপর তিনবার এমপি নির্বাচিত হওয়ায় স্কুলের সভাপতি হিসেবে তাঁদেরকে অভিনন্দন জানান।
প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ও চেম্বারের সহ-সভাপতি তমাল বুমার ঘোষ ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাস। ম্যানেজিং কমিটির সদস্য সজল কান্তি পোদ্দার, মানিক লাল ঘোষসহ শিক্ষকম-লী, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সুভাষ চন্দ্র রায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসাইন আহমেদ। এ বছর এ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির সহ¯্রাধিক শিক্ষার্থী নতুন বই পাচ্ছে।