• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে পার্থ সারথী (অনিক) স্মৃতি বিদ্যার্থী ভবন উদ্বোধন

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০১৮, ১০:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গত সোমবার হাজীগঞ্জ বাজারস্থ শ্রী রামকৃষ্ণ আশ্রমে ব্যক্তি উদ্যোগে নির্মিত পার্থ সারথী (অনিক) স্মৃতি বিদ্যার্থী (হোস্টেল) দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শ্রী রামকৃষ্ণ আশ্রম ও শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শ্রী রামকৃষ্ণ আশ্রম ও শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ  রামকৃষ্ণ আশ্রমের সাবেক সভাপতি অধ্যাপক সুধীর রঞ্জন দেবনাথ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডাঃ প্রদীপ কুমার দত্ত। নির্মিত ভবনের অর্থায়ন করেন পরিকল্পনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ।
    ভবনের নামফলক উন্মোচন শেষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি অনিল চন্দ্র সাহা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নীহার রঞ্জন হালদার। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন আশ্রমের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর রায় শিবু। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে রামকৃষ্ণ আশ্রমের উপদেষ্টা সদস্য রণজিৎ চৌধুরী, যুগল কৃষ্ণ হাওলাদার, অধ্যাপক প্রদীপ কুমার দত্ত ও পূর্ণ চন্দ্র দাস, সদস্য দীলিপ কুমার সাহা, তপন কুমার পাল, দি বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ইন্দ্রলাল সাহাসহ রামকৃষ্ণ আশ্রমের কার্যকরী কমিটির অন্যান্য সদস্য, দি বিবেকানন্দ বিদ্যাপীঠের সহকারী শিক্ষকগণ এবং আশ্রমের কয়েক শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন

সর্বাধিক পঠিত