• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নেদায়ে ইসলাম মহিলা ফাযিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ

শিক্ষার মানোন্নয়নে খোলাধুলার প্রয়োজন অপরিহার্য : উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার নেদায়ে ইসলাম মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাদ্রাসা প্রাঙ্গনে নেদায়ে ইসলাম মহিলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি ডাঃ মোঃ ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ। বক্তব্য রাখেন মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য মোঃ ইলিয়াছুর রহমান, মোঃ রমিজ উদ্দিন, সমাজসেবক জসিম উদ্দিন মুন্সি, মাদ্রাসার অভিভাবক সদস্য মোঃ বাহাউদ্দিন শাহ্, মোঃ সেলিম মিয়া, চরকালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বশির আল হেলাল। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজাহিদুল ইসলাম। সভাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাধ্যতামূলক করতে হবে। শিক্ষার পাশাপাশি বিনোদন থাকতে হবে। তাহলে শিক্ষার্থীদের একপেশে মনোভাব থাকবে না। লেখাপড়ায় তারা ভালোভাবে মনোনিবেশ করতে পারবে। শিক্ষার মানোন্নয়নে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রয়োজন অপরিহার্য।

সর্বাধিক পঠিত