• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর দ্বিতীয় শাখা উদ্বোধন

আমাদের সমাজে সুশিক্ষার খুব প্রয়োজন রয়েছে : ইউএনও মোঃ আলী আফরোজ

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার ভাটিরগাঁও ও রুদ্রগাঁও গ্রামে ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর দ্বিতীয় শাখা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী আফরোজ। এ সময় তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। আপনারা যদি সঠিকভাবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, তাহলে এ গ্রামের শিক্ষার হার অনেক বৃদ্ধি পাবে। আপনারা সুশিক্ষিত লোক দিয়ে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারলে এ অঞ্চলের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হবে। আমাদের সমাজে সুশিক্ষার খুব প্রয়োজন রয়েছে। আমি আশা করবো আপনারা তা বাস্তবায়ন করতে কিছুটা সক্ষম হবেন।
    প্রতিষ্ঠাতা সদস্য হাছান গাজীর সভাপ্রধানে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পীর সাহেব কেবলা আলহাজ¦ হযরত মাওঃ মোঃ আফজাল আহম্মদ সিদ্দিকী।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জমান খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরুন্নবী নোমান, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, মোহাম্মদ উল্যা পাটওয়ারী প্রমুখ।

 

সর্বাধিক পঠিত