• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে নূরভিশন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তিতে ৯ম বারের মতো নূরভিশন স্কলারশীপ অ্যাসোসিয়েশনের বার্ষিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ন্যাশনাল ভিক্টোরি স্কুুল এন্ড কলেজে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০২ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা পরিদর্শন ও তদারকি করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা নূরুল হক নূরু, ব্যবস্থাপনা পরিচালক ও ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নূরুন্নবী চৌধুরী রবিন, কেন্দ্র পরিদর্শক ও বানিয়াচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, কেন্দ্র পরিচালক কাজী মোহাম্মদ মুরাদ হোসেন প্রমুখ।
পরীক্ষা শেষে সন্ধ্যায় বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫ জন, মীম মডেল একাডেমীর ৫ জন, মাতৃছায়া বিদ্যানিকেতনের ৪ জন, শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের ৩ জন, অক্সফোর্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ৩ জন, আকসা কিন্ডারগার্টেনের ১ জন, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের ১ জন ও আজাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।

সর্বাধিক পঠিত