পিইসি পরীক্ষায় মতলবে একই বিদ্যালয়ের ১০ প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ
মতলব দক্ষিণ উপজেলায় এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) একই বিদ্যালয়ের ১০ প্রতিবন্ধী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। গতকাল রোববার এ পরীক্ষার প্রথমদিনে মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ ১০ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিতে দেখা গেছে।
জানা যায়, ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ প্রতিবন্ধী শিক্ষার্থী এবারের প্রাথমিক শিক্ষা সমপানী পরীক্ষা দিচ্ছে। এরা সকলেই মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এ ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ১জন শারীরিক প্রতিবন্ধী, যার নাম রাইয়ান বিন হাসান দ্বীন, রোল-২৫৪। আর ৭ জন মানসিক প্রতিবন্ধী। এরা হচ্ছে আনন্দ সরকার, রোল-৩০৬, আপন ঘোষ, রোল-৩০৭, আপন সরকার, রোল-৩০৮, তানজিলা আক্তার, রোল-৪০৮, সুষ্মিতা সাহা, রোল-৪২০, রিফাত ফরাজী, রোল-৩২২ ও রাকিবুল হাসান, রোল-৩২৩। অপর ২জন বুদ্ধি প্রতিবন্ধী। এরা হচ্ছে সুলতান হোসাইন, রোল-৩১১ ও নাদিম হোসেন, রোল-৩১২।
শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাইয়ান বিন হাসান দ্বীন এক প্রতিক্রিয়ায় এ প্রতিবেদককে জানায়, আমি লেখাপড়া শিখে উচ্চতর ডিগ্রি নিতে চাই। আমার পরিবার ও সমাজের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করতে চাই। কেউ যেনো আমাকে প্রতিবন্ধী ভেবে অবজ্ঞা না করে।
দেশ সেরা শিক্ষিকা মতলব মডেল সপ্রাবির প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম শেফা বলেন, বিগত বছরগুলোতে আমার বিদ্যালয়ে এ প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করেছে। শারীরিক প্রতিবন্ধী রাইয়ান বিন হাসান দ্বীন ভালো ফলাফল করবে বলে আমি আশাবাদী। এদের অভিভাবকদের ভালো চিকিৎসা সেবা নেয়ার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে। অনেকেই আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা সেবা নিতে পারছে না।
কেন্দ্র সচিব ও মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন খান বলেন, একই বিদ্যালয়ের ১০ প্রতিবন্ধী শিক্ষার্থী পিইসি পরীক্ষা দিচ্ছে। বিষয়টি আমাকেসহ কেন্দ্রের অন্যদেরকেও বেশ অনুপ্রাণিত করেছে। তারা লেখাপড়া শিখে স্বাবলম্বী হবে এমনটাই আশা করছি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শহিদুল হক মোল্লা বলেন, ১০ জন প্রতিবন্ধী শিক্ষার্থী মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে বিষয়টি বিদ্যালয় পরিদর্শনে গিয়েও দেখেছি। তারা শুধু পিইসি নয়, আমি চাইবো উচ্চ শিক্ষা নিয়ে নিজেরাই প্রতিষ্ঠিত হবে।