• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দীনিয়া মাদ্রাসা বোর্ডের অধীনে জামাতে দাহম ও হাফতমের পরীক্ষা শুরু

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১৭ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে সারাদেশের ন্যায় একযোগে চাঁদপুরেও জামাতে দাহম (৫ম শ্রেণি) ও জামাতে হাফতম (৮ম শ্রেণি)-এর পরীক্ষা শুরু হয়েছে। আগামী ২৪ নভেম্বর জামাতে দাহম এবং ২৭ নভেম্বর জামাতে হাফতম পরীক্ষা শেষ হবে। এ পরীক্ষা বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ড ছারছীনা শরীফ থেকে পরিচালিত হয়। ২০১৮ শিক্ষাবর্ষে দেশের ৩ হাজার ১শ’ সাতটি দীনিয়া  মাদ্রাসা থেকে এ পরীক্ষায় অংশ নিয়েছে বলে দীনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ  জানিয়েছে।
    চাঁদপুর জেলায় দাহম ও হাফতম জামাতে মোট পরীক্ষার্থী ১১৩৯ জন। এদের জন্যে মোট কেন্দ্র হচ্ছে ৫টি। দাহমে পরীক্ষার্থী ৬৮১ জন ও হাফতমে পরীক্ষার্থী ৪৫৮ জন। পরীক্ষা কেন্দ্রের চারপাশের নিরাপত্তা কঠোরভাবে বলবৎ নিশ্চিতকরাসহ ৪০টি লিখিত নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দীনিয়া বোর্ড প্রতিনিধি মাওঃ মোঃ শরীফ হোসেন জানিয়েছন। ফলাফলের কপি সংশ্লিষ্ট কেন্দ্রসমূহে ডাকযোগে প্রেরণ করা হবে। এছাড়াও ওয়েবসাইট িি.িংধৎংরহধফধৎনধৎংযৎরভ.পড়স এ ফলাফল দেখা যাবে।
    চাঁদপুর কেন্দ্রের হল সচিব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার বলেন, দীনিয়া মাদ্রাসা বোর্ড ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃ জিঃ আঃ) ছাহেবের পৃষ্ঠপোষকতায় পরিচালিত। এ বছর চাঁদপুর জেলা থেকে এ পরীক্ষায় ৩০টি দীনিয়া মাদ্রাসার ছাত্ররা অংশ নিয়েছে।
    উল্লেখ্য, বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় আকীদা, এলেমী ও আমলী অবনতির প্রেক্ষিতে ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা মুজাদ্দেদে যামান শাহ্সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহঃ) ছারছীনা শরীফের পূরাতন মাদ্রাসার নবনির্মিত ভবনে কাদীম নেছাবের একটি মাদ্রাসা ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে এটিকে দীনিয়া নামে বর্তমান পীর ছাহেব  হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃ জিঃ আঃ) ব্যাপকতা প্রদান করেন এবং ২০০৫ সালে বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেন। শুরু হয় সারাদেশে দীনিয়া নেসাব নামে মাদ্রাসা প্রতিষ্ঠার আন্দোলন। এ পর্যন্ত ছোট বড় মিলিয়ে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যাতে লক্ষাধিক ছাত্র পড়াশোনা করছে।

সর্বাধিক পঠিত