• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০১৮, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে গতকাল ১৪ নভেম্বর সকাল সাড়ে দশটায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা পরিষদের সভাপতি শাহআলম মল্লিক। সহকারী শিক্ষিকা ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াসমিন। তিনি তার বক্তব্যে বলেন, কেবল লেখাপড়া করলে ভালো ব্যক্তি হওয়া যায় না। লেখাপড়ার পাশাপাশি ভালো কাজগুলো করতে হয়। সু-শিক্ষা গ্রহণ করতে হয়। তাইলে ভালো মানুষ হওয়া সম্ভব।
তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকরা সঠিকভাবে কাজগুলো করলে বিদ্যালয়ের ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান সিদ্দিক। বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী তাসপিয়া সুলতানা, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি হাসেম দর্জি, বিদ্যালয় শিক্ষক অভিভাবক সদস্য হারুন হোসেন হাওলাদার, অভিভাবক সদস্য হানিফ চৌকদার প্রমুখ। বিদায়ী মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ওবায়দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সেলিনা আক্তার, শাহনারা বেগম, ফাতেমা বেগম, সাবেদা আক্তার, মুনমুন জাহান, তানজীলা আখতার, মাফুজা আক্তার, মুক্তা, সুফিয়া আক্তার, সুশীল চন্দ্র রায় প্রমুখ। আলোচনা পূর্বে বিদ্যালয়ের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।

 

সর্বাধিক পঠিত