রেলওয়ে কিন্ডারগার্টেনে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে কিন্ডারগার্টেনের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে প্রাণবন্ত আলোচনা, কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, সংগীত পরিবেশন ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার।
বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপ্রধানে ও শিক্ষক আরিফ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-সভাপতি, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডঃ দেবাশীষ কর মধু ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য সাংবাদিক মোহাম্মদ শওকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে মোঃ মোরশেদ আলম (জয়), বিদায়ী ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম, রাবেয়া আক্তার, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মোঃ রায়হান হোসেন রাফি, জান্নাতুল ফেরদৌস বৈশাখী ও ওয়ারিয়া বিনতে কামরুল।
৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে নজরুল গীতি (আমার যাওয়ার সময় হলো দাও বিদায়) অত্যন্ত মধুর কণ্ঠে পরিবেশন করেন শিক্ষক মোঃ মোরশেদ আলম (জয়)। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সুবক্তা ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ওয়ারিয়া বিনতে কামরুলের জন্মদিন উপলক্ষে তাকে উৎসাহিত করতে বিদ্যালয়ের পক্ষ হতে উপহার প্রদান করা হয়। বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ রুবিনা মরিয়ম, রাবেয়া আক্তার, লিপি দেবনাথ, নাজমা বেগম, আয়েশা আক্তার, মোঃ আরিফ হোসাইন, ফাতেমা তুজ জোহরা ও মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। মিলাদ শেষে শিক্ষার্থী, অভিভাবক, অতিথি ও শিক্ষকদের মধ্যে তবররুক বিতরণ করা হয়।