আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
চাঁদপুর জেলায় পরীক্ষার্থী ৫২ হাজার ॥ কেন্দ্র ৭৩
আজ ১ নভেম্বর থেকে সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলায় মোট পরীক্ষার্থী ৫২ হাজার ৭শ’ ৬২ জন। এদের জন্যে মোট কেন্দ্র হচ্ছে ৭৩টি। মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ৪২ হাজার ৪শ’ ৮১। আর জেডিসি পরীক্ষার্থী ১০ হাজার ২শ’ ৮১। জেএসসি পরীক্ষার্থীদের জন্যে কেন্দ্র ৪৯ এবং জেডিসি পরীক্ষার্থীদের জন্যে কেন্দ্র ২৪টি।
চাঁদপুর জেলার ৮ উপজেলায় জেএসসি পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর পরীক্ষার্থী ৭ হাজার ৬শ’ ৬৮, কেন্দ্র ৭টি; ফরিদগঞ্জ পরীক্ষার্থী ৫হাজার ৯শ’ ৬, কেন্দ্র ১০টি; হাজীগঞ্জ পরীক্ষার্থী ৬হাজার ৩শ’ ১৩, কেন্দ্র ৭টি; শাহরাস্তি পরীক্ষার্থী ৪হাজার ৩শ’ ৫৮, কেন্দ্র ৫টি; কচুয়ায় পরীক্ষার্থী ৬হাজার ৪শ’ ২২, কেন্দ্র ৬টি; মতলব দক্ষিণ পরীক্ষার্থী ৩হাজার ৩শ’ ১৯, কেন্দ্র ৪টি; মতলব উত্তর পরীক্ষার্থী ৬হাজার ৯শ’ ১, কেন্দ্র ৯টি এবং হাইমচরে পরীক্ষার্থী ১হাজার ৬শ’ ৯৪, কেন্দ্র ১টি। জেডিসি পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর পরীক্ষার্থী ১ হাজার ৪শ’ ৮৭, কেন্দ্র ৩টি; ফরিদগঞ্জ পরীক্ষার্থী ২হাজার ৩শ’ ৩১, কেন্দ্র ৫টি; হাজীগঞ্জ পরীক্ষার্থী ১হাজার ৪শ’ ৫৯, কেন্দ্র ৩টি; শাহরাস্তি পরীক্ষার্থী ৯শ’ ৩৪, কেন্দ্র ২টি; কচুয়ায় পরীক্ষার্থী ২হাজার ৫৯, কেন্দ্র ৫টি; মতলব দক্ষিণ পরীক্ষার্থী ৭শ’ ৭২, কেন্দ্র ৩টি; মতলব উত্তর পরীক্ষার্থী ৫শ’ ৫৫, কেন্দ্র ২টি এবং হাইমচরে পরীক্ষার্থী ৬শ’ ৮৪, কেন্দ্র ১টি।
ছবি-৩০