আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধা তালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোনও প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে ৭ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দৈথ ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১১ অক্টোবর থেকে শুরু হবে।
SMS এর মাধ্যমে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no. লিখে ১৬২২২ নম্বরে Send করলে মেধা তালিকার ফল পাওয়া যাবে। আর রাত ৯টায় ওয়েবসাইট http://(www.nu.ac.bd/admissions) থেকে এ মেধা তালিকা পাওয়া যাবে। বিস্তারিত তথ্য http://www.nu.ac.bd থেকে জানা যাবে।