• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৩৫ শিক্ষককে ইউজিসি স্বর্ণপদক প্রদান করবেন রাষ্ট্রপতি

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ০০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন বিশিষ্ঠ শিক্ষককে ‘ইউজিসি স্বর্ণপদক’ প্রদান করা হবে আগামীকাল মঙ্গলবার (১১ সেপ্টেম্বর ২০১৮)। 

 

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধান অতিথি হিসিবে এসব শিক্ষকের হাতে পদক তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। 

 

 

২০১৬ সালের জন্য ১৮ জন এবং ২০১৭ সালের জন্য ১৭ জন শিক্ষক এ বছর ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন। নির্বাচিত প্রতি শিক্ষককে সনদ ও স্বর্ণপদকসহ পুস্তকের জন্য ৫০,০০০/- টাকা এবং প্রবন্ধের জন্য ৩০,০০০/- টাকা প্রদান করা হবে। 

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম স্বাগত বক্তব্য প্রদান করবেন। 

 

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর সচিব মোঃ সোহরাব হোসাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন। 

 

এ ছাড়া জাতীয় অধ্যাপকবৃন্দ, ইউজিসি সদস্যবৃন্দ, এর সচিব, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন। 

 

আগস্ট ২০১৮ মাসে ইউজিসি অ্যাওয়ার্ড এডভাইজরি কমিটি এক সভায় ‘ইউজিসি এওয়ার্ড’ এর নাম পরিবর্তন করে ‘ইউজিসি স্বর্ণপদক’ করে। 
 
উল্লেখ্য, ১৯৮০ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ প্রদানের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ‘ইউজিসি এওয়ার্ড’ (বর্তমানে ইউজিসি স্বর্ণপদক) প্রবর্তন করে। 

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বাধিক পঠিত