• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ঢাবির তিন শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশ:  ০৭ আগস্ট ২০১৮, ২২:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গুজব ছড়ানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের তিন শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল শাহবাগ থানায় তাদের সোপর্দ করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ঢাবির গণিত বিভাগের তারিকুল ইসলাম, তড়িৎ প্রকৌশল বিভাগের ওমর ফারুক ও পদার্থবিদ্যার জোবাইদুল হক রনি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সোমবার দিবাগত রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে ওই তিন শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়। পরে ভোরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তিন শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়।

পরে আজ মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বের হওয়ার ঢাবি প্রক্টর অফিস ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরই তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বাধিক পঠিত