• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

এবার তোমরা ঘরে ফিরে যাও: শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০৫ আগস্ট ২০১৮, ১১:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাজধানী ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে। এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। সরকার সব দাবি মেনে নিয়েছে। এবার তোমরা ঘরে ফিরে যাও। কিছু দাবি আছে, তা মানতে সময় প্রয়োজন। খুনি চালকদের শাস্তি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকেও চাপ অব্যাহত রাখা হবে। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গত শনিবার সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি দেশজুড়ে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শিক্ষার্থীদের উদ্দেশে এই আহ্বান জানান।

আন্দোলন থেকে ওঠা ৯টি দাবি পূরণের ঘোষণা দিয়ে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হলেও শুধু আশ্বাসে সন্তুষ্ট নন শিক্ষার্থীরা।

শনিবারও ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়কে নামে শিক্ষার্থীরা। তারা বিক্ষোভের পাশাপাশি চালকদের লাইসেন্সও পরীক্ষা করে। তাদের আন্দোলনের পাল্টায় পরিবহন মালিক-শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দেওয়ায় দুর্ভোগ চলছে দেশজুড়ে।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। কিছু দাবি আছে, তা মানতে সময় প্রয়োজন।

শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায়ে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি রেখে নতুন আইনের দাবি জানিয়েছে। সড়ক পরিবহন আইনের খসড়া মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে উঠবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন শুরু হলে তাদের ক্ষোভ কমে আসবে আশা প্রকাশ করে নাহিদ বলেন, তখন শিক্ষার্থীরা ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করবে।

সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও মেট্রোপিলটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত