• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রকাশ:  ১১ অক্টোবর ২০১৭, ১৮:৫২ | আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ২০:৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমানের উপস্থিতিতে তার কার্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন এর (JnUAA)সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন জনাব মো. নজরুল ইসলাম বাবু এমপি।

সভায় সকলের সম্মতিক্রমে অ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মীজানুর রহমান। এবং চলতি দায়িত্বে আহ্বায়ক হিসাবে জনাব নজরুল ইসলাম বাবু (এম.পি), যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী মিয়া এবং এস এম খুরশিদ উল আলম কে নিযুক্ত করা হয়। সদস্য সচিব হিসাবে কাজ করবেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক সুমন কুমার মজুমদার।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তৎকালীন জগন্নাথ কলেজের সকল ছাত্রছাত্রীদের একটি কমন প্লাটফর্মে আনার জন্য এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে তারিখ ধার্য করা হয়। ধার্যকৃত তারিখ অনুযায়ী আগামী ২০ জানুয়ারী ২০১৮ (শনিবার) বিজ্ঞান অনুষদের মাঠে জাঁকজমকপূর্ন ভাবে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ থাকে যে, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা তৎকালীন জগন্নাথ কলেজ থেকে নুন্যতম একটি সার্টিফিকেট গ্রহণ করেছেন তারাই এখন থেকে এই সংগঠনের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

একইসাথে ১০ অক্টোবর ২০১৭ রোজ মঙ্গলবার থেকে এলামনাই এ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং প্রথম সদস্য হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এম.পি) এবং দ্বিতীয় সদস্য হিসাবে মন্ত্রী পরিষদ সচিব জনাব শফিউল আলম নিজ নাম অন্তর্ভুক্ত করেন। এছাড়া উক্ত তারিখ থেকেই অ্যালামনাই এ্যাসোসিয়েশনের যাত্রা আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয় এবং সংগঠনটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার স্বার্থে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। বুধবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

সর্বাধিক পঠিত