• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৭, ১৬:০২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বিশ্ব মানসিক স্বাস্থ দিবসে এবারের প্রতিপাদ্য ছিল 'কর্ম ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য'।

মঙ্গলবার সকাল ১১টায় ক্যাম্পাসে সচেতনতামুলক বর্ণাট্য র‌্যালীর মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

র‌্যালীটি জবি কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কলা অনুষদ প্রদক্ষিণ করে মনোবিজ্ঞান বিভাগের সামনে এসে শেষ হয়। র‌্যালী শেষে মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রুয়েড কনফারেন্স রুমে প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‌'মায়ের চোখে প্রতিবন্ধী শিশুদের প্রতি অন্যান্যদের দৃষ্টিভঙ্গি' বিষয়ে গবেষণাফল উপস্থাপন করেন জবি প্রক্টর ও মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ। প্রতিবন্ধী শিশুদের নিয়ে এ গবেষণাটি সম্প্রতি পাঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয়ে উপস্থাপন করেন তিনি। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কণ্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিশ্বে প্রতিবন্ধীদের নিয়ে কাজের অগ্রগতি অনেকগুন বেড়ে গেছে, যা এর আগে ছিল না।  আর এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয়টাও গুরুত্বপূর্ণ। কারণ শুধু প্রতিবন্ধী শিশুরাই নয় বরং আমরা বড়রাও অনেক সময় সব জায়গায় মানিয়ে নিয়ে চলতে পারি না। এক সাথে থাকতে গেলে অনেক কিছুই বিরক্তির কারণ হতে পারে। অনেক সত্যই চুড়ান্ত সত্য নয়, এগুলো আপাতত সত্য। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবরের কারাগারের রোজনামচা বই থেকে একটি ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, জেলখানায় বঙ্গবন্ধু যেখানে থাকতে তার পাশে একটি মানসিক রোগীদের ওয়ার্ড ছিল। সেখানে মাঝে মাঝে কিছু মানসিক রোগী এসে বঙ্গবন্ধুকে বলতেন, ওদের কাছে যাবেন না, ওরা পাগল।

উপচার্য আরোও বলেন, আসলেই আমরা স্বাভাবিকতা, অস্বাভাবিকতা নিজেরাই তৈরী করি। আমরা যাদের অস্বাভাবিক বলি তারাও আমাদের অস্বভাবিক বলতে পারে। আর মনোবিজ্ঞানের কাজ হচ্ছে 'আমরা কেন এমন করি, যা আমরা করি' বিষয়টি নিয়ে গবেষণা করা। যেহেতু মনোবিজ্ঞান মানুষের আচরণের বিজ্ঞান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জবি সহকারী প্রক্টর ও বিভাগের সহযোগী অধ্যাপক শাহীন মোল্লাহ। মনোবজ্ঞিান বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা আহমেদের সঞ্চালণায় সেমিনারটিতে বিভাগের অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। এসময় বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিল।

সর্বাধিক পঠিত