ক্যান্সার কেড়ে নিল ইবি শিক্ষকের প্রাণ
মরণব্যাধী ক্যান্সার কেড়ে নিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জৈষ্ঠ অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এর প্রাণ। রোববার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহির রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬১)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ১৯৯২ সালে সহকারী অধ্যাপক হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও অর্থনীতি বিভাগের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক পৃথক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, ইবি জিয়া পরিষদ, গ্রীণ ফোরাম, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাযার নামাজ কুষ্টিয়ার ডিসি কোর্ট প্রাঙ্গণ চত্তরে অনুষ্ঠিত হবে। পরে মরহুমের লাশ মেহেরপুর জেলার গাংনী উপজেলার নিজ গ্রাম জোড়পুকুরিয়ার কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ দীর্ঘদিন দুরারোগ্যব্যাধী ক্যান্সারে ভুগছিলেন। তিনি কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে ইন্তেকাল করেন।