ইবিতে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি, প্রতিবাদ ছাত্রলীগের
বছর বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের দাম বেড়েই চলেছে। শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে বছরের পর বছর বাড়ানো হচ্ছে এই ফরমের দাম। সর্বশেষ গত ৪ অক্টোবর মঙ্গলবার ভিসি প্রফেসর ড. রাশিদ আসাকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির মিটিংয়ে আবারও বাড়ানো হয়েছে ফরমের মূল্য। ৪৫০ টাকা মূল্যের ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এর বাহিরে সার্ভিস চার্জ হিসেবে আরও ১৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। এদিকে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধিও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এবং সাধারণ সম্পাদ জুয়েল রানা হালিমের নেতৃত্বে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সাথে দেখা করেন। এসময় সেখানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতাকর্মীরা ভর্তি ফরমের মূল্য বৃদ্ধিও প্রতিবাদ জানান এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
এবিষয়ে ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘ছাত্রলীগ সব সময় ছাত্রদেও অধিকার নিয়ে কাজ কওে থাকে। তাই ছাত্রদেও অধিকারের জায়গা থেকে আমারা ভর্তি ফরমের মূল্য বুদ্ধি প্রতিবাদ জানিয়েছি। একই সাথে কতৃপক্ষের কাছে ভর্তি ফরমের দাম কমানোর দাবি জানিয়েছে। দাবি না মানা হলে সাধারন ছাত্রদেও নিয়ে ছাত্রলীগ পরবর্তি কর্মসুচি ঘোষনা করবে।’
উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি ভর্তি ফরমের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। যেভাবে মূল্য নির্ধারন করা হয়েছে এটা থেকে সত্তে আসা সম্ভব নয়।’
বিগত বছর গুলোর পরিসংখ্যনে দেখা গেছে, প্রতি দুই বছর পর পর ভর্তি ফরমের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। অন্য বিশ্ববিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান অনুষদের জন্য একটি বা দুটি ইউনিট থাকলেও এখানে তিনটি করে ইউনিট। সে হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের মূল্য অনেক বেশি।
উল্লেখ্য, আগামী ২৫-২৯ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স(সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।