• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইবি কর্মকর্তার স্মরণে ছাত্রলীগের শোক র‌্যালি

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৭, ২১:২২
ইবি প্রতিনিধি
প্রিন্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) এস্টেট শাখার প্রধান ও উপ-রেজিস্ট্রার হারুন উর রশিদের স্মরণে শোক র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার বেলা সাড়ে ১১ টায় ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমানের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে এক শোক র‌্যালি বের হয়। 

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় দলীয় টেন্টে এসে এক স্মরণ সভায় মিলিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান শাহিন, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহা, ছাত্রলীগ নেতা নূরুল আলম, শাহানুর আলম শামীম, রিজভী আহম্মেদ পাপন, আবু হেনা মোস্তফা কালাম, আব্দুল্লাহ আল মামুন, আবিরসহ শতাধিক নেতাকর্মী। 

র‌্যালি শেষে দলীয় টেন্টে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা আলমগীর হোসেন খান, জিল্লুর রহমান, আ. হান্নান, শাহানুর আলম কেরামত প্রমূখ। 

বক্তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। হারুনের প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ক্রয় করা ছয় শতক জমির উপর একটি ছাত্রাবাস করার জন্য বর্তমান নেতাদের প্রতি আহ্বান জানান।

সর্বাধিক পঠিত