• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দুর্গাপূজা ও আশুরার ছুটি শেষে খুলেছে ইবি

প্রকাশ:  ০৩ অক্টোবর ২০১৭, ১৫:৩৮
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট

শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরার ৬ দিনের ছুটি শেষে খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

ক্যাম্পাস ঘুরে অধিকাংশ বিভাগ সমূহে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা গেছে। তবে উপস্থিত ছিল স্বাভাবিকের চেয়ে একটু কম। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন আবারো প্রাণ ফিরে পেয়েছে। শিক্ষার্থীদের একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে থাকতে দেখা গেছে। অনেকে আবার বাসা থেকে বিভিন্ন আইটেমের খাবার নিয়ে এসে বন্ধুদের সাথে ভাগাভাগি করে একসাথে খাচ্ছে। 

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ক্লাস ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

সর্বাধিক পঠিত