• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে যৌতুকের জন্যে গৃহবধূকে হত্যা

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২০, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদরের রামপুর গ্রামের নজু মেম্বারের বাড়িতে যৌতুকের জন্যে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত ১১ এপ্রিল দুপুরে গৃহবধূ হাজেরা বেগম (২৩) কে তার স্বামী আঃ ছাত্তার ও শাশুড়ি মনোয়ারা বেগম ও শ্বশুর শাহজাহান পাটোয়ারী মিলে মারধর করে ও গলাটিপে ধরলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করেন এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাজেরা বেগমের মৃত্যুর সাথে সাথে তার ছোট জা ও তার স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান।

নিহত হাজেরার পিতা আসলাম জানান, হাজেরাকে প্রায় তার স্বামী যৌতুকের জন্যে মারধর করতো। ঘটনার দিনও তাকে যৌতুকের জন্যে মারধর করে। আমরা খুনিদের বিচার চাই। তারা যদি হত্যা না করতো তাহলে হাসপাতালে লাশ রেখে পালালো কেনো।

উল্লেখ্য, নিহত হাজেরার আড়াই বছরের জামিলা নামের এক কন্যা সন্তান রয়েছে। তার বাবার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে।