• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে দিন দুপুরে উপজেলা পরিষদের আবাসিক কলোনীতে চুরি

প্রকাশ:  ০৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জে উপজেলা পরিষদের আবাসিক কলোনীতে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার অনুমানিক ১২টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদ জামিল, মৎস্য কর্মকর্তা শওকত আলী ও তথ্য অফিস সহকারী জাকির হোসেন নিহারিকার বাসায় চুরি ঘটনা ঘটেছে।
উপজেলা কৃষি অফিসার মাহমুদ জামিল জানন, প্রতিদিনের মতো বাসায় তালা লাগিয়ে অফিসে চলে যাই। দুপুরে বাসায় খাবার খেতে এসে দেখি রুমের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। বাসার আসবাবপত্র এলোমেলো ও স্টীলের আলমিরা খোলা অবস্থায় রয়েছে। এই সময় চোরের দল তার আলমারিতে থাকা কিছু টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। একই বাসায় উপজেলা মৎস্য কর্মকর্তাও থাকেন। তিনি প্রশিক্ষণে রয়েছেন। একই ফ্লোরে উপজেলা তথ্য অফিসের সহকারী জাকির হোসেনে বাসায়ও চুরি হয়। তার বাসা থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও বিশ হাজার টাকা নিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, অফিসে আমরা সকলে কর্মরত ছিলাম। এ সুযোগে চোর উপজেলা কৃষি, মৎস্য কর্মকর্তা ও তথ্য সহকারীর বাসায় চুরি করেছে। বাসার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, সংবাদ পেয়ে  ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। মামলা দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।