• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলাকারীরা সনাক্ত হলেও গ্রেফতার হয়নি

প্রকাশ:  ০২ নভেম্বর ২০১৯, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দুর্বৃত্তদের হামলায় আহত চাঁদপুর শহরের গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারী নয়ন রায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। তবে তিনি সুস্থ হয়ে চাঁদপুর এসে থানায় অভিযোগ বা মামলা করবেন বলে তার পরিবার জানিয়েছে। এক কথায় তারা আহত ব্যক্তি সুস্থ হওয়ার পরে আইনি প্রক্রিয়ায় যাবেন।
জানা যায়, আহত স্বর্ণ ব্যবসায়ী নয়ন রায়কে আজ যে কোনো সময় চাঁদপুরে নিয়ে আসা হবে। তবে চাঁদপুরে তাকে এনে কোনো হাসপাতালে ভর্তি করা হবে কি-না তা জানা যায়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, শহরে লাগানো সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়া গেছে। তিনি জানান, শুধু ঘটনার বিষয়ে নয়, আমরা এ ঘটনার সাথে জড়িতদেরকেও সনাক্ত করেছি। আমাদের অভিযান অব্যাহত হয়েছে। আশা রাখি খুব দ্রুত আমরা সফল হবো।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের মিশন রোডের রামকৃষ্ণ আশ্রমের সম্মুখে দুর্বৃত্তদের হামলায় আঃ করিম পাটোয়ারী সড়কের গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারীরা নয়ন রায় আহত হন। শুধু তা-ই নয়, দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগের নগদ অর্থ ও স্বর্ণলঙ্কারও নিয়ে যায়।

সর্বাধিক পঠিত