মতলব উত্তরে অস্ত্র ও গুলিসহ ডাকাত সর্দার মোহাম্মদ আলী আটক
মতলব উত্তর থানার পুলিশ ডাকাত সর্দার মোহাম্মদ আলী (৪১)কে সার্টারগান, ২ রাউন্ড গুলিসহ নিজ বাড়ি খালপাড় দুর্গাপুর থেকে আটক করেছে।
শুক্রবার দুপুরে সাংবাদিকদেরকে থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, ২৯ অক্টোবর রাত সাড়ে ৩টায় এক সৌদি প্রবাসী ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাড়ি হাজীগঞ্জে গাড়িযোগে যাওয়ার পথে মতলব উত্তর উপজেলার মৌটুপী নামক স্থানে আসলে একদল অস্ত্রধারী ডাকাত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথরোধ করে। গাড়ির গ্লাস ভেঙ্গে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীদের মারধর করে অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে।
এ ঘটনায় ৩০ অক্টোবর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খালপাড় দুর্গাপুর গ্রামের ডাকাত সর্দার, একাধিক ডাকাতি মামলার আসামী মোহাম্মদ আলী (৪১)কে বৃহস্পতিবার রাতে আটক করে। জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী জানায়, ডাকাতির কাজে ব্যবহৃত একটি বন্দুক তার ঘরে রয়েছে। পুলিশ শুক্রবার সকালে তার বসতঘর থেকে ২ রাউন্ড গুলিসহ একটি সার্টারগান উদ্ধার করে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা করেছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, আটককৃত ডাকাত সর্দার একাধিক ডাকাতি মামলার আসামী। ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বন্ধে থানা পুলিশ সারারাত অভিযান পরিচালনা করছে। ডাকাতির মাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। অন্যান্য আসামীকে আটকের জন্যে চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃত মোহাম্মদ আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সাথে জড়িতদের আটক করতে সক্ষম হবো।